Select Page

শেষ হলো ‘রিকশা গার্ল’

শেষ হলো ‘রিকশা গার্ল’

অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। এপ্রিলে পাবনায় শুরু হয় সিনেমাটির প্রথম লটের দৃশ্যায়ন। এরপর গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে রিকশার গ্যারেজ বানিয়ে টানা কয়েকদিন চলে সিনেমার শেষ ভাগের শুটিং।

বার্তা টোয়েন্টিফোর জানায়, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন চলছে। পরিচালক আশা করছেন, সবকিছু গুছিয়ে মার্চে সিনেমাটি মুক্তি দিতে পারবে।

এদিকে ‘রিকশা গার্ল’-এর একটি বিশেষ চরিত্রে শাকিব খানের অভিনয় করার কথা ছিল। সংবাদমাধ্যমটি বিশেষ সূত্রের বরাত দিয়ে জানায়, ঢাকাই সিনেমার এক নম্বর নায়ক এখনো সিনেমাটির শুটিংয়ে অংশ নেননি। যদি তার শিডিউল মেলে, তবে বিশেষ কিছু দৃশ্যের শুট হতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। যার নাম মূল ভূমিকায় আছেন নভেরা চৌধুরী। আরও অভিনয় করছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।


Leave a reply