Select Page

শেষ হল ‘ভালোবাসবে তো’ চলচ্চিত্রের শুটিং

শেষ হল ‘ভালোবাসবে তো’ চলচ্চিত্রের শুটিং

10516784_900994979918332_952947171095264331_n

ভিন্ন প্রজন্মের দু্ই তারকা মৌসুমী ও নিলয়কে জুটি করে প্রয়াত বেলাল আহমেদ শুরু করেছিলেন ‌’ভালোবাসবে তো’ চলচ্চিত্রের কাজ। চলচ্চিত্রের বিষয়বস্তু অসম বয়সের প্রেম। কিন্তু চলচ্চিত্রটির শুটিং অসম্পূর্ণ রেখেই পরিচালক মৃত্যুবরণ করলেন। চিত্রনায়িকা মৌসুমী নিজ দায়িত্বেই শেষ করলেন  অসমাপ্ত ‘ভালোবাসবে তো’ চলচ্চিত্রের শুটিং।
চলচ্চিত্রের গল্পে মৌসুমীর চরিত্রটি একটি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তার। আর নিলয় চারুকলা থেকে সদ্য পড়াশোনা শেষ করেছেন। যোগ দিয়েছেন মৌসুমীর অফিসের কর্মকর্তা হয়ে। দিন গড়ানোর সঙ্গে তাঁদের মধ্যে অসম বয়সী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ডাবিং এডিটিং এর কাজ শেষ করে খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে চলচ্চিত্রটি।


মন্তব্য করুন