Select Page

শ্রদ্ধা ও ভালোবাসায় ফরিদ আলীকে বিদায়

শ্রদ্ধা ও ভালোবাসায় ফরিদ আলীকে বিদায়

farid-aliবর্ষীয়ান অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার, বন্ধু, দীর্ঘদিনের সহকর্মী এবং চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পীরা। মঙ্গলবার তিন দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে বিদায় জানানো হয় এই অভিনেতাকে। আসরের নামাজের আগে গুণী এই মানুষটির মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় তাঁর ঠাঁটারি বাজারের বাসা-সংলগ্ন মসজিদে ফরিদ আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। চ্যানেল আই ও এফডিসিতে ফরিদ আলীর জানাজায় ছিলেন ফরিদুর রেজা সাগর, সৈয়দ সালাউদ্দিন জাকী, খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ, শহীদুল আলম সাচ্চু, সুব্রত, রুবেল, ওমর সানি, অমিত হাসান, সম্রাট, মিজু আহমেদ প্রমুখ। পরিচালক ও প্রযোজকের মধ্যে ছিলেন বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক, নাসিরুদ্দিন দিলু, খোরশেদ আলম খসরু, মোহাম্মাদ ইকবাল প্রমুখ।

দীর্ঘদিন রোগে ভোগার পর সোমবার বিকেলে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares