Select Page

সংগঠনগুলোর সংস্কার চান রুহী

সংগঠনগুলোর সংস্কার চান রুহী

image_103623বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত আছেন র‌্যাম্প থেকে চলচ্চিত্রে আসা অভিনেত্রী রুহী। বর্তমানে ‘থ্রি ইলিগ্যাল’ ছবির শুটিংয়ে ইংল্যান্ডে আছেন তিনি। সম্প্রতি নবাগত এই অভিনেত্রী চলচ্চিত্র কলাকুশলীদের নিয়ে গড়ে উঠা সংগঠনগুলোর সংস্কার চাইলেন।

এশিয়ান টিভির একটি টক শোতে তিনি বলেন, ‘আমাদের দেশের চলচ্চিত্রনির্ভর কোনো সংগঠন বা সমিতিই মূলত কোনো কাজের না। আমাদের কোনো কাজে বা কোনো উদ্যোগে তাদের পাওয়া যায় না। এ করকম অভিভাবকহীনভাবেই চলছে। এখানে নায়িকা হিসেবে আমরা শিডিউল ফাঁসালে বিচারের নামে তামাশা করা হয় বা পত্রিকায় প্রেস রিলিজ পাঠান তারা। কিন্তু কোনো নির্মাতা আমাদের সম্মানী নিয়ে প্রতারণা করলে বা অন্য কোনো সমস্যা করলে তার কোনো সুরাহা করেন না। এমনকি কোনো উদ্যোগ নেওয়ার জন্য তাদের খুঁজেও পাওয়া যায় না। একমাত্র বনভোজন ছাড়া তাদের কোনো কাজে দেখতে পাই না আমি। আমি মনে করি এর সংস্কার সবচেয়ে জরুরি। কারণ যে যার মতো চেয়ার অলংকৃত করে বসে আছেন। আর সরকারের দোষ দিয়ে শুধু বলেন—এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আমি নবাগত একজন অভিনেত্রী হয়েও এটুকু বুঝতে পারি।’

রুহীর এই কথায় চমৎকৃত হয়েছেন অনেকে।


মন্তব্য করুন