Select Page

সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন বানাচ্ছেন ‘পটু’

সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন বানাচ্ছেন ‘পটু’

শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা ও ২০টি মতো সিনেমায় প্লে-ব্যাক করেছেন আহম্মেদ হুমায়ূন। এবার ‘পটু’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি। সার্বিক তত্ত্বাবধানে থাকছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, জাজের সঙ্গে নতুন প্রজেক্টে যুক্ত হলো ভিন্ন ধারার সিনেমা ‘পটু’। ‘মাসুদ রানা’র থিম সংয়ের রেকর্ডিংয়ের সময় আহম্মেদ হুমায়ূন একটি গল্প শোনান। গল্পটি শুনেই ভাল লাগে জাজের। সেই থেকে শুরু হয় ‘পটু’র কাজ। জাজ মনে করে আহম্মেদ হুমায়ূন ভালো কিছু উপহার দিতে যাচ্ছে।

ছবির ঘোষণার পাশাপাশি প্রকাশ হয়েছে একটি কনসেপ্ট পোস্টার। যেখান থেকে মনে পারে পারে, গল্পে থাকলে ভৌতিক কোনো বিষয়।

আগামী মে মাস থেকে ২০ দিন রাজশাহীতে ‘পটু’র শুটিং করবেন হুমায়ূন।

জানান, গান এবং শিল্পী তালিকায় চমক থাকছে। এখন চলছে ছবির প্রি-প্রোডাশনের কাজ।

পরিচালনায় পাশাপাশি কাহিনি সংলাপ করছেন আহম্মেদ হুমায়ূন নিজেই। তিনি বললেন, পটু নামেই রহস্য আছে। রয়েছে গল্পের অনেক বাঁক। সাসপেন্স, রোমান্স এবং থ্রিলারধর্মী এ সিনেমায় একঝাঁক নতুন মুখ অভিনয় করবেন। আন্তর্জাতিক মানের সিনেমার স্বাদ পাওয়া যাবে।

সিনেমা পরিচালনার ইচ্ছে কেন হলো? জানতে চাইলে আহম্মেদ হুমায়ূন বলেন, সিনেমার কাজ করতে করতেই মূলত সিনেমার গল্প নিয়ে ভাবনা আসে।

আরো বলেন, ছোট থেকেই টুকটাক গল্প লেখালেখি করি। আমি সিনেমার গান তৈরি করে থাকি। তাই সিনেমাকে ধারণ করি। প্রায় ২০ বছর সিনেমার সঙ্গে জড়িত থাকায় আলাদা ফ্যাসিনেশন তৈরি হয়েছে। এ কারণে সিনেমা পরিচালনা করতে যাচ্ছি।


মন্তব্য করুন