Select Page

সব গল্প শেষ, খোকন-শাকিব এক

সব গল্প শেষ, খোকন-শাকিব এক

bodiul-alam-khokon-shakib-khan

হিট পরিচালক বদিউল আলম খোকনের ২৭টি সিনেমায় টানা অভিনয় করেছেন শাকিব খান। ২০১৫ সালের শেষদিকে হঠাৎ এ নির্মাতা ঘোষণা দেন, শাকিবকে নিয়ে আর নয়।

সোমবার জানা গেল, জনপ্রিয় এ নির্মাতা-নায়ক জুটি আবারো এক হচ্ছেন। ফেসবুকে খবরটি দিলেন গীতিকার ও সাংবাদিক সুদীপ কুমার দীপ। শেয়ার করেন শাকিব ও কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতম ব্যানার্জির সঙ্গে তোলা ছবি।

তিনি লেখেন, ‘সব গল্প শেষ। আবার বদিউল আর শাকিব খান এক হয়েছেন। নভেম্বরের লাস্ট উইকে ছবির শুটিং শুরু। এগোচ্ছে গান লেখার কাজ। বসে নেই (সুরকার) আলী আকরাম শুভ ভাইয়াও।

ছবির বাজেট, লোকেশন আর সহশিল্পী তো বটেই, থাকছে আরও কিছু চমক। তেমনটাই আঁচ দিলেন শাকিব ভাইয়া। আড্ডার এক ফাঁকে জানালেন নতুন পরিকল্পনার কথা।’

এদিকে শোনা যাচ্ছিল, কাছাকাছি সময়ে নতুন আরেকটি যৌথ প্রযোজনার সিনেমায় যোগ দিচ্ছেন শাকিব। তার নায়িকা হতে যাচ্ছেন শুভশ্রী। সাধারণত যৌথ প্রযোজনার সিনেমার টানা শুটিং হয়। দেখা যাক শাকিব-খোকনের নতুন চমক কী?

খোকনের পরিচালনায় সর্বশেষ ২০১৫ সালে ‘রাজা বাবু‘ সিনেমায় দেখা যায় শাকিবকে।


মন্তব্য করুন