Select Page

সব চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেখানোর নির্দেশ

সব চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেখানোর নির্দেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন ১৭ মার্চ। বিশেষ এ দিনটি উপলক্ষ্যে সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে ‌‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি।

১০ মার্চ এক নোটিশের মাধ্যমে দেশের ৩৪টি টিভি চ্যানেলকে সিনেমাটি প্রদর্শনের অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নোটিশে লেখা, চেয়ারম্যান, শাপলা মিডিয়া ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিনে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি সকল সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিনামূল্যে প্রদর্শনের জন্য অনুরোধ করেছে।

এমতাবস্থায়, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিনে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটি প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে জাতীয় নেতা হবার আগে মুজিবের বেড়ে উঠা, রাজনৈতিক কর্মকান্ড নিয়ে নির্মিত হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

এতে বঙ্গবন্ধুর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান, আর বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেছেন দিঘী।

শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান।

এর আগে গত জুলাইয়ে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সব স্কুল-কলেজে প্রদর্শনীর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এই প্রথম সরকারি নির্দেশে একই সিনেমা সর্বোচ্চসংখ্যক চ্যানেলে প্রচার হতে যাচ্ছে। এর আগে রায়হান রাফী ‘দহন’ একই দিন ডজন খানেক চ্যানেলে প্রচারিত হয়। তবে এ নিয়ে চ্যানেল বা কোনো তরফ থেকে ব্যাখ্যা আসেনি। এ ছাড়া ‘হাসিনা: আ ডটার্স টেল’ নয়টির মতো চ্যানেলে প্রদর্শিত হওয়ার খবর পাওয়া যায়।


মন্তব্য করুন