Select Page

সরকারি অনুদানে ছবি বানাচ্ছেন রাজু-দীপন

সরকারি অনুদানে ছবি বানাচ্ছেন রাজু-দীপন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রযোজিত দুই পূর্ণদৈর্ঘ্য সিনেমাকে অনুদান দিয়েছে সরকার। সোমবার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ পাচ্ছে ৭০ লাখ টাকা। অন্য দিকে মুক্তিযুদ্ধভিত্তিক ‘আকাশ যুদ্ধ’ পাচ্ছে ৭৫ লাখ টাকা, পরিচালনা করছেন দীপংকর দীপন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০২০-২১ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ৮ জুন ২০২২ তারিখে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন মর্মে উপস্থিত কমিটি’র সদস্যগণ মতামত ব্যক্ত করেন।

সেই লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাত হতে বিএফডিসি’র প্রস্তাবিত দুটি চলচ্চিত্রের অনুকূলে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত গৃহিত হয়।

এর আগে ১৫ জুন ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদাপ্রাপ্ত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার নাম ঘোষণা করা হয়।


মন্তব্য করুন