Select Page

সাত দিনে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি ‘প্রিয়তমা’র

সাত দিনে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি ‘প্রিয়তমা’র

স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’-এর টিকিট বিক্রির তথ্য প্রকাশ হতেই নড়েচড়ে বসল ‘প্রিয়তমা’র নির্মাতারা। ঘোষণা করলো এক সপ্তাহের হিসাব।

শাকিব খান অভিনীত এই ছবির পরিচালক জানালেন, সাত দিনে ১০ কোটি ৩০ লাখ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র।

ফেসবুক আলোচনার সূত্র ধরে হিমেল বলেন, ‘প্রিয়তমার ক্ষেত্রে বেশীর ভাগ হল থেকে ঈদের আগেই আমরা একটা এককালীন বড় টাকা নিয়ে নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সকল হলের রেকর্ড পরিমাণ ছিল। আর বাকী বড় যতগুলো হলের সাথে আমরা রেভিনিউ শেয়ারে গিয়েছি তার মধ্যে ৯০ ভাগ সিনেমা হলের সাথে আমাদের চুক্তি কাউন্টার সেলের ৫০/৫০। মানে কাউন্টারে যে টাকায় টিকেট বিক্রি হচ্ছে তার অর্ধেক আমাদের আর অর্ধেক হল মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের ৫০ ভাগের একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এইটা অন্য হিসাব হয়।’

তিনি বলেন, ‘গত ৭ দিনে সারা বাংলাদেশে প্রিয়তমার প্রায় ৩২০০ শো প্রদর্শনী হয়েছে যার ৯০% হাউসফুল ছিল। এই হিসেব অনুযায়ী আমরা প্রিয়তমা কে সুপারহিট বলছি। ভাবে মনে হচ্ছে আগামী সপ্তাহে এইটা ব্লক বাষ্টারের দিকে এগিয়ে যাবে। আজকেও ৮০ ভাগ শো হাউজফুল। আমরা আসা করছি এইটা ১ মাস চলবে। তাতে প্রিয়তমা কে আপনারা অলটাইম সুপার ব্লকবাস্টারের তালিকায় নিয়ে যাবেন।’

এর আগে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ‘সুড়ঙ্গ’-এর পরিচালক রায়হান রাফী জানান, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সাত দিনে আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

তবে কোনো নির্মাতাই টিকিট বিক্রি থেকে প্রযোজকের হিস্যা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে এই আয় ৫২ লাখ টাকা, এর বাইরে রয়েছে বাকি ২৭ হলের আয়।


মন্তব্য করুন