Select Page

সাপলুডু : মানিকগঞ্জে শুরু, শেষ কক্সবাজারে

সাপলুডু : মানিকগঞ্জে শুরু, শেষ কক্সবাজারে

‘তারকাঁটা’ সিনেমার দৃশ্যে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সেই সিনেমা মুক্তির চার বছর পর দ্বিতীয়বার জুটিবদ্ধ হন বড়পর্দার জন্য

# মানিকগঞ্জে শুরু হয়েছিল দৃশ্যায়ন, ৩১দিন শিডিউল শেষে ক্যামেরা ক্লোজ হলো কক্সবাজারে
# শুটিং শেষ হয়েছে জানাতে ফেসবুক লাইভে হাজির হন আরিফিন শুভবিদ্যা সিনহা মিম। এর আগে এই জুটিকে দেখা তারকাঁটা সিনেমায়
# শুরু থেকে নীরবে চলছিল ‘সাপলুডু’র শুটিং। এমনকি শুটিংয়ের কোনো স্ত্রিরচিত্র প্রকাশ হয়নি

মানিকগঞ্জে ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবির শুটিং। তারপর গাজীপুর ঘুরে কক্সবাজারে সোমবার শেষ হয়েছেন দৃশ্যায়ন। ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল খবরটি জানিয়েছেন। দৃশ্যায়ান শেষে তারা সমুদ্র সৈকত থেকে হাজির হন ফেসবুক লাইভে।

সেখানে জানা যায় গানের দৃশ্যায়নের মধ্যে শেষ হয়েছে ৩১ দিনের ক্যামেরার কাজ।

ছবিটি কেমন হয়েছে, সে প্রশ্নের জবাবে শুভ বলেন, টাইটানিক ছবিতেও ২৩টি ভুল ছিল। জানিনা ‘সাপলুডু’ কতটা ভুল এড়িয়ে করতে পেরেছি। তবে হলে যখন ছবিটি দর্শকরা দেখবেন, তখন নতুন কিছু একটা অনুভব করতে পারবেন। এটা আমরা প্রমাণ করবো।

শুরু থেকে নীরবে চলছিল ‘সাপলুডু’র শুটিং। এমনকি শুটিংয়ের কোনো স্ত্রিরচিত্র প্রকাশ হয়নি।

এ বিষয়ে শুভ বলেন, আমরা শুরু থেকে ডুব দিয়েছিলাম। পোস্টার, টিজার যখন আসবে তখন বুঝবেন কী করেছি। ছবিতে অনেক সারপ্রাইজ রয়েছে। ধীরে ধীরে সবই জানতে পারবেন।

‘তারকাঁটা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে ছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ‘সাপলুডু’ দিয়ে আবার তারা একসঙ্গে কাজ করলেন। আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসানসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

সূত্র : চ্যানেল আই


মন্তব্য করুন