Select Page

সামিয়ার নতুন পরিকল্পনা

সামিয়ার নতুন পরিকল্পনা

2_43621ভালোবাসা দিবসে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে‘। এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত ছবিটি সীমিত আকারে মুক্তি পেলেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। এ সময় সামিয়া জানালেন নতুন ছবির পরিকল্পনা।

তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, আগামীতে দুটো চলচ্চিত্রের নির্মাণ পরিকল্পনা রয়েছে। একটি ছোট ও অন্যটি বড় ক্যানভাসে নির্মাণ হবে। বড়টি ময়মনসিংহ গীতিকার কাহিনী অবলম্বনে নির্মাণ করব। এর চিত্রনাট্য তৈরি করছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। পুরনো একটি গ্রামের আবহমানকালের ত্রিভুজ প্রেমের গল্পের চলচ্চিত্র হবে এটি। নাম এখনো চূড়ান্ত করিনি। এতে আবেগি ও ঐতিহাসিক নানা ঘটনার সমাবেশ থাকবে। বলতে পারেন শত বছরের পুরনো চিত্র। এতে জমিদার, প্রেম, নদী, গান আর সবুজের সমারোহ ঘটানো হবে। মন-প্রাণ উজাড় করে সবার ভালো লাগার মতো করে এ চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই। শীঘ্রই চলচ্চিত্রগুলোর নির্মাণ কাজ শুরু করব।


মন্তব্য করুন