Select Page

সাম্প্রতিক সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে যারা

সাম্প্রতিক সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে যারা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রতিক সময়ে একাধিক চলচ্চিত্রে ওঠে আসছেন। এর মধ্যে একটি রয়েছে বায়োপিক। এ ছাড়া তিনটি সিনেমায় তার জীবনের বিভিন্ন সময়কাল তুলে ধরা হয়েছে।

বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ‘চিরঞ্জীব মুজিব’ নামে চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও ফেরদৌস অভিনয় করেছেন ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ চলচ্চিত্রে। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে কিশোরবেলার চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি।

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব।’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায় ৩১ ডিসেম্বর। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এছাড়াও বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবার চরিত্রে খায়রুল আলম সবুজ ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। ছবিটির সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ।

এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ বায়োপিক বলিউডের শ্যাম বেনেগালের শুটিং শেষ হওয়া ‘বঙ্গবন্ধু’। চলচ্চিত্রটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়। তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়। চলতি বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সিনেমাটি মুক্তির কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।

বঙ্গবন্ধুর শৈশব ও কিশোরকাল উঠে এসেছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ২০ বছর বয়সী শান্ত খান। এই চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিব রেণুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি। ২০২০ সালে এই ছবিটি নির্মাণ করা হয়। ২০২১ সালে ছবিটি মুক্তি দেওয়া হয়। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রদর্শনের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। আর আজ সব কয়েকটি টিভি চ্যানেলে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে সরকার।

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন সেলিম খান।

‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ চলচ্চিত্রে ফেরদৌস একজন থিয়েটারকর্মী হিসেবে কাজ করেন। সেই থিয়েটার বঙ্গবন্ধুকে নিয়ে একটি নাটক বানাবে। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয় ফেরদৌসকে। ফেরদৌস এই চরিত্র নিয়ে চিন্তিত হয়ে পড়েন। একসময় নানা পড়াশোনা ও বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে গিয়ে চরিত্রের মধ্যে ঢুকে পড়েন। নিজে এক সময় অনুভব করেন বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে। সেই নাটক মঞ্চস্থ হয়, দর্শকেরা মঞ্চে দেখতে পান বঙ্গবন্ধু শেখ মুজিবকে। ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ পরিচালনা করেছেন এখলাস আবেদীন। ২০২০ সালে শুটিং সম্পন্ন হয়েছে চলচ্চিত্রটির। এ বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: ভয়েস অব আমেরিকা


Leave a reply