Select Page

সারাদেশে ২ চলচ্চিত্র

romeo-vs-juliet-putro-ekhon-poishawala-bangla-movieসারাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ এবং আব্দুল আজিজঅশোক পাতি পরিচালিত ‘রোমিও বনাম জুলিয়েট’। এর মধ্যে প্রথমটি সামাজিক ড্রামা ঘরানার, অন্যটি রোমান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্র।

‘পুত্র এখন পয়সাওয়ালা’ নির্মিত হয়েছে মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। ড. মাহফুজুর রহমান নিবেদিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববিতা, নূতন, আলীরাজ, ইমন, শায়না আমিন, ফারাহ রুমা, ওমর আয়াজ অনি, রীনা খান ও মিশা সওদাগর।

‘রোমিও বনাম জুলিয়েট’ নির্মিত হয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে প্রোডাকশনের যৌথ প্রযোজনায়। ছবিটি বাংলাদেশ ও পশ্চিম বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে। ঢাকা, কলকাতা এবং লন্ডনে চিত্রায়িত ‘রোমিও বনাম জুলিয়েট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মাহিয়া মাহি, আলীরাজ, তানভির তনু রেবেকা, সুব্রত, কাবিলা এবং কলকাতার অংকুশ, পার্থ সারথী চক্রবর্তী, তুলিকা বসু, প্রিয় চক্রবর্তী প্রমুখ।


মন্তব্য করুন