Select Page

সারিকার বিরুদ্ধে অভিযোগ, কী বললেন তিনি?

সারিকার বিরুদ্ধে অভিযোগ, কী বললেন তিনি?

সারিকার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘বুধবার সারাদিন মানিকগঞ্জে রাঙাপরী মেহেদির বিজ্ঞাপনে অংশ নেওয়ার কথা ছিল। সবকিছুই চূড়ান্ত ছিল। সারিকার সঙ্গে কথা ছিল আগেরদিন সন্ধ্যায় ইউনিটের গাড়িতে সে মানিকগঞ্জ যাবে। তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরেই শুটিং করবো। সে অনুযায়ী আমরা সন্ধ্যায় বেরিয়ে যাই।’ কিন্তু সারিকার কোনো খোঁজ পাইনি বলেন নির্মাতা।

আরিয়ান বলেন, ‘এরপর রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি। এতে উপায় না পেয়ে লোকসানের ভয়ে রাঙাপরী মেহেদির সত্বাধিকারী মাসুম সরকার যেকোনো উপায়ে পূর্ণিমা আপাকে সারিকার বদলে কাস্টিং চূড়ান্ত করেন। তারপর পূর্ণিমা শুটিং সম্পন্ন।’ বিজ্ঞাপনটিতে পূর্ণিমার সহশিল্পী ছিলেন ইমন।

এদিকে বুধবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে সারিকা লিখেছেন, ‘শুটিং সেটের একদিন আগে ক্লাইন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টার বেশি সময় লাগে আমার বাসা থেকে) যাওয়া এবং সেখানে আগের দিন ও রাতে তার সাথে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখান করা কি কোনো অপরাধের কথা হতে পারে? এটা কি পেশাদারিত্ব?

তিনি জাগো নিউজকে বলেন, ‘ইউনিটের সঙ্গে শুটিংয়ে যাবো এমন কোনো কথা হয়নি। আমার আলাদা স্থানে শুটিং ছিল। মঙ্গলবার সেখানে শুটিং করি। এরপর সন্ধ্যায় আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। তারপর আর যোগাযোগ করতে পারিনি। পরে উনারা অন্য শিল্পীকে নিয়ে শুটিং করেছেন। এতে আমার দোষটা কোথায়!’

সারিকা বলেন, ‘বুধবার সময়মতো আমি শুটিংয়ে হাজির হই কিনা সেটা দেখলেই পারতো। কিন্তু তারা সেটা করেনি। উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ।’

তাহলে কুপ্রস্তাবের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস কেন দিলেন? সারিকা বলেন, ‘আমি তো কারো নাম মেনশন করে স্ট্যাটাস দেইনি। এখানে কারো গায়ে টেনে নেয়ার মতো কিছু আছে বলে মনে করি না। এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।’

তবে সারিকার এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন দাবি করে রাঙাপরী মেহেদির তথা মুসলিম কসমেটিকসের চেয়ারম্যান মাসুম সরকার কালের কণ্ঠকে বলেন, ‘এর আগে কলকাতার শুভশ্রীকে নিয়েও নিয়ে কাজ করেছি। তারা কেউ আমার নামে এ ধরনের বাজে অভিযোগ করেননি। সারিকা নিজের দোষ চাপানোর জন্য আমার নামে বাজে কথা ছড়াচ্ছে। তার যদি আমাদের সঙ্গে যেতে সমস্যা থাকতো সে তো ফোনে আমাদের জানাতে পারতো। কিন্তু কোনো ধরনের যোগাযোগ সে করেনি। অনেক কষ্টে পরে পূর্ণিমাকে দিয়ে কাজটি করাচ্ছি। তারপরেও সারিকা না আসায় আমার অনেক লোকসান গুনতে হচ্ছে। সবচেয়ে বড় কথা সে আমার সম্মান নষ্টের চেষ্টা করছে।’


Leave a reply