Select Page

সার্কাস দলের অভাবে জয়ার মহড়া পেছালো

সার্কাস দলের অভাবে জয়ার মহড়া পেছালো

joya ahsan

সার্কাস দলের কাহিনী নিয়ে মাহমুদ দিদার নির্মাণ করছেন সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’। এতে দল প্রধানের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। কিন্তু উপযুক্ত সার্কাস দলের অভাবে সিনেমাটি একমাস পিছিয়ে গেল।

জানুয়ারির শেষের দিকে ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু হওয়ার কথা ছিল। মহড়ার জন্য কোন সার্কাস টিমের সন্ধান না পাওয়ায় শুটিং পিছিয়েছে দুই মাস।

এই বিষয়ে নির্মাতা দিদার ঢালিউড টুয়েন্টিফোরকে বলেন, ‘আমাদের ছবি শুরুর আগে মহড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা কিনা করতে হবে একটি বাস্তবে সার্কাস টিমের সঙ্গে। অনেকদিন ধরে আমরা এমন একটি টিমের সন্ধান করে আসছি যাদের সঙ্গে কাজ করতে পারি। কিন্তু কোথায় সার্কাস হচ্ছে এমন খবর যেনো মেলাই ভার!আবার কয়েকটা টিমের সন্ধান পেলেও সেখানে কাজ করাটা আমাদের জন্য অসম্ভব। এই কারণেই সঠিক সময়ে শুটিং শুরু করতে পারিনি।’

সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, “এখন আমরা নবাবগঞ্জের ‘লক্ষ্মী নারায়ণ সার্কাস’ নামে একটি সার্কাস টিম ভাড়া নিয়েছি। ফেব্রুয়ারি থেকে তাদের সঙ্গে আমাদের ছবির শিল্পীদের নিয়ে গ্রুমিং শুরু হবে। টানা একমাস গ্রুমিং শেষে মার্চ থেকে আমরা শুটিং শুরু করবো।”

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন মাহমুদ দিদার নিজেই। শুটিং হবে ময়মনসিংহের বিরিশিরি ও সিলেটের গোয়াইনঘাটসহ দেশের প্রত্যন্ত কিছু লোকেশনে।


মন্তব্য করুন