Select Page

সালমান-মৌসুমীর ২৪ বছর

সালমান-মৌসুমীর ২৪ বছর

mousumi১৯৯২ সালের ৩ আগস্ট শুরু হয় রিমেক সিনেমা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর শুটিং। সেদিনই ঢালিউডে যুক্ত হলো দুটি নাম সালমান শাহমৌসুমী। পরের বছর ২০ মার্চ ছবিটি মুক্তির পর দর্শকও আপন করে নিল এই জুটিকে। প্রতিবছর চলচ্চিত্রে পা রাখার দিনটি উদ্যাপন করেন মৌসুমী। খবর কালের কণ্ঠ

বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। এ সময় মৌসুমী স্মরণ করেন সহকর্মী ও বন্ধু সালমান শাহকে।

মৌসুমী বললেন, ‘দেখতে দেখতে ২৪ বছর পার করলাম। সাধারণ থেকে অসাধারণ হওয়ার যাত্রা শুরু করলাম যে দিনে, সেদিনটা তো উদ্যাপন করতেই হয়। সালমান বেঁচে থাকলে নিশ্চয়ই একসঙ্গে উদযাপন করতাম। একসঙ্গেই আমরা চলচ্চিত্রে এসেছি। দুঃখ হয়, খুব অল্প সময়েই আমরা ওকে হারিয়ে ফেলেছি।’


মন্তব্য করুন