Select Page

সিনেমার প্রচারণায় অনলাইন কতটা কার্যকর

সিনেমার প্রচারণায় অনলাইন কতটা কার্যকর

 

534ac8dab25c8-Untitled-11

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে বাংলা সিনেমা নিয়ে আগ্রহ বাড়ছে। কোনো কোনো গ্রুপ বা সিনেমা পাতায় অনুসরণকারী ও সদস্য সংখ্যা কয়েক হাজার থেকে লাখ পর্যন্ত ছড়িয়েছে। বিভিন্ন ধরনের পোস্টে সয়লাব থাকে পাতাগুলো। হয় তর্ক-বিতর্ক।

আবার সিনেমা সংক্রান্ত সাইট বাড়ছে, পাশাপাশি রয়েছে অন্যান্য নিউজ পোর্টাল। দর্শক কি বাড়ছে? বা এ সব আয়োজন সিনেমা দেখায় কতটা প্রভাব ফেলে?

এ ধরনের নানান বিষয় নিয়ে অনলাইনে জরিপের আয়োজন করেছেন লেখক ও সমালোচক শেরিফ আল সায়ার। জরিপের শিরোনাম ‌‘কারেন্ট ট্রেন্ডস অব সোশ্যাল মিডিয়া ফর বাংলা মুভি প্রোমোশন’।

এতে সহজ কয়েকটি প্রশ্নের মাধ্যমে অনলাইনে বাংলা সিনেমার প্রচারণা ও তার সঙ্গে ব্যবহারকারীর সংশ্লিষ্টতা যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। টিক চিহ্নের মাধ্যমে যে কোনো অংশগ্রহণকারী ২-৩ মিনিটের মধ্যে উত্তর দিতে পারবেন।

জরিপে অংশ নিন, বাংলা সিনেমার নতুন ট্রেন্ড নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করুন।


মন্তব্য করুন