Select Page

সিনেমার ভিলেন

সিনেমার ভিলেন

জাহিদ হাসানকে বেশ কিছু সিনেমায় নায়ক হিসেবে পাওয়া গেছে। এবার তিনি আসছেন ভিলেন হয়ে। তাও আবার অ্যাকশনধর্মী সিনেমায়।

jahid hasan

ছোটপর্দার নির্মাতা মেহদি হাসিব ও পনি আবেদিন যৌথভাবে নির্মাণ করছেন ‘এজেন্ট থ্রি’। এতে একটি সন্ত্রাসী গ্রুপের গডফাদার চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান।

প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে যুগান্তরকে তিনি বলেন, ‘অভিনয়ে ভেরিয়েশন আনতেই এ সিদ্ধান্ত। চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। তাই প্রথমবারের মতো এবার চলচ্চিত্রে ভিলেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আশা করি দর্শকরা এই নতুন জাহিদ হাসানকে দেখে মুগ্ধ হবেন এবং আনন্দ পাবেন।’

বিশেষ এক অভিযানের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে ‘এজেন্ট থ্রি’। এতে তিন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন জন, শাওন ও নাদিয়া খানম।

২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ‘প্রজাপতি’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন।

 


মন্তব্য করুন