Select Page

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ কি ‘পুষ্পা’র নকল?

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ কি ‘পুষ্পা’র নকল?

সিয়াম আহমেদের জন্মদিনে ঘোষণা দেয়া হয়েছিল নতুন সিনেমা ‘জংলি’র। এম রাহিম পরিচালিত সিনেমাটির পোস্টারটি দেখে প্রশংসা করছেন অনেকে। দক্ষিণি সিনেমার সঙ্গে মিল থাকায় সমালোচনাও করছেন কেউ কেউ। আসলে কি তাই?

এ বিষয়ে আজকের পত্রিকাকে সিয়াম বলেন, ‘শুধু পুষ্পা কেন, আরও চার-পাঁচটি সিনেমার নাম শুনেছি। একেকজন একেকটা বলছে। তার মানে মানুষ আসলে কনফিউজড যে, কোনটা থেকে নিয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কোনো পাগল ক্যারেক্টার তো নরমালি লুঙ্গিই পরবে, তার তো ক্লিন শেভ থাকবে না, মাথার চুল উষ্কখুষ্ক থাকবে, সানগ্লাস পরবে, ধূমপান করবে। যে সিনেমাগুলোর কথা বলা হচ্ছে, সেখানেও এমন চরিত্র কল্পনা করা হয়েছে। তাদেরটাও কারও না কারও সঙ্গে মিল আছে। আমি জেনেশুনে কখনো নকল সিনেমায় অভিনয় করিনি। আমাদের গল্প, ক্যারেক্টারের ডিটেইলিং কতটা ইউনিক হচ্ছে, সেটা দেখার বিষয়। সিনেমাটি দেখার পর সংশয় কেটে যাবে।’

প্রায় তিন বছর পর নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সিয়াম। এর দীর্ঘ সময় নেয়া প্রসঙ্গে ভক্তদের মধ্যে নানা ধরনের জল্পনা ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের মধ্যে একটা বোঝাপড়ার বিষয় ছিল। দর্শকদের যা দেখাতে চাচ্ছি বা যেভাবে কাজ করছি, তা দর্শক গ্রহণ করছেন কি না, মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম। তা ছাড়া, আগে যে কাজগুলো করেছি, তার চেয়ে ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। স্ক্রিপ্ট তো অনেক আসে। কিন্তু সব মিলিয়ে মনের মতো হচ্ছিল না। চাইছিলাম ভালো কিছু উপহার দিতে।’

ঈদুল আজহার সিনেমা হলেও এখনো শুটিং শুরু হয়নি ‘জংলি’র। এ বিষয়ে সিয়াম বলেন, ‘গল্পটি আমাদের মাথায় এসেছিল সাত-আট মাস আগে। তখন থেকেই এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অনেক দিন ধরে রিহার্সাল হচ্ছে। আশা করি প্রেশার হবে না।’

এর আগে শোনা গিয়েছিল তানিম রহমান অংশুর পরিচালনায় ‘সিকান্দার’ করছেন সিয়াম আহমেদ। এবার বললেন,”সিকান্দার নিয়ে আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছিল। ওটাও ঈদে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন নির্মাতা। কিন্তু আমি আগেই ‘জংলি’ সিনেমায় চুক্তিবদ্ধ ছিলাম। আমি চাই না আমার এক সিনেমা আরেক সিনেমার সঙ্গে কমপিট করুক।”


মন্তব্য করুন