Select Page

সিয়াটল উৎসবে ‘মাটির প্রজার দেশে’

সিয়াটল উৎসবে ‘মাটির প্রজার দেশে’

matir-projar-deshe

গুপী বাঘা প্রোডাকশনের প্রথম ছবি ‘মাটির প্রজার দেশে’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় উৎসব ‘সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’। সিনেমাটি নির্মাণ করেছেন বিজন ইমতিয়াজ, প্রযোজনা করেছেন আরিফুর রহমান।

উৎসবের ৪২তম এ আসরে অফিসিয়াল সিলেকশন হিসেবে প্রথমবারের মতো ছবিটি প্রদর্শন করা হবে।

সিনেমাটির গল্প এগিয়েছে এক কিশোরকে নিয়ে। গ্রামের এই কিশোরের প্রবল ইচ্ছে স্কুলে পড়বার। কিন্তু বিপত্তি বাধে ভর্তি হতে যেয়ে। নিজের বাবার নাম জানা নেই তার। এজন্যই আর ভর্তি হওয়া হয় না তার কোন স্কুলে। এমনই এক গল্পের প্রেক্ষাপট থেকে এগিয়েছে সিনেমার পটভূমি।

‘মাটির প্রজার দেশে’র ইংরেজি নাম ‘কিংডম অব ক্লে সাবজেক্টস’। ২৮ ও ২৯ মে পরপর দুদিন ছবিটি দেখানো হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মাহমুদুর অনিন্দ্য, শেউলী আক্তার, চিন্ময়ী গুপ্তা, মনির আহমেদ সাকিল, ইকবাল হোসেন, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, কচি খন্দকার, মাহফুজা বেগম রুমা, প্রশান্ত ত্রিপুরা প্রমুখ।


Leave a reply