Select Page

শাকিবের বাজারে হানা, সিয়ামের দখলে দুই ঈদ

শাকিবের বাজারে হানা, সিয়ামের দখলে দুই ঈদ

টেলিভিশন থেকে আসা সিয়াম আহমেদ বর্তমানে ঢালিউডের প্রতিশ্রুতিশীল নায়ক। ‘পোড়ামন ২’ এর মতো হিট সিনেমা আছে তার ঝুলিতে। এরপর আরও দুটি সিনেমা মুক্তি পায়। হাতে আছে আকর্ষণীয় একাধিক ছবি।

শুক্রবার দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবনে’ সিয়ামের যুক্ত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়। সঙ্গে আছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, রোশান ও তাসকিনের মতো তারকারা। জানানো হয়, র‌্যাবের অ্যাকশন নির্ভর সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ঈদুল আজহায়।

এই নায়কের ‌‘শান’ ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে। এম এ রাহিম পরিচালিত সিনেমাটিতে আরও আছেন পূজা চেরি ও তাহকিন রহমান। ইতিমধ্যে প্রকাশিত সিয়ামের ফার্স্টলুক পোস্টার নিয়ে বেশ আলোচনা হয়েছে।

শাকিব খানের সঙ্গে দুই ঈদে একই নায়কের প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক অতীতে কমই দেখা গেছে। সিয়ামের ‌‘পোড়ামন ২’ মুক্তি পায় ২০১৮ সালের ঈদুল ফিতরে। ওই ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘সুপার হিরো’র সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করে সিয়ামের ছবিটি।

সামনের দুই ঈদে সিয়ামের ছবি বেশ গুরুত্ব পাবে। কারণ এই বাজারে শাকিবের একচ্ছত্র নিয়ন্ত্রণ এতদিন দেখা গেলেও গত কয়েক বছরে (শিকারি ও নবাব ছাড়া) দর্শকদের তেমন সন্তুষ্ট করতে পারেননি। তার উপর এখনো ঈদের কোনো প্রজেক্টের ঘোষণা আসেনি। শামীম আহমেদ রনি ‘শাহেনশাহ’ ঈদুল ফিতরে মুক্তি পাবে শোনা যাচ্ছে, তবে এই ছবির উপর দর্শকের আস্থা কম। ট্রেলার দেখে তারা নেতিবাচক রিভিউ দিয়েছেন।

এদিকে ৬ ডিসেম্বর মুক্তি পাবে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পরী মনি। ধারণা করা হচ্ছে বছরের শেষ আলোচিত সিনেমা হতে যাচ্ছে এটি।

এ ছাড়া গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পূণ্য’ মুক্তি পাবে সামনের ভালোবাসা দিবসে। হাতে আছে রায়হান রাফী আনটাইটেল সিনেমা। সব মিলিয়ে একের পর এক লোভনীয় সিনেমায় যুক্ত হচ্ছেন সিয়াম।সিনেমা বাছাইয়ে বিচক্ষণতায় ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এই নায়কের বড় একটি ভক্ত শ্রেণী রয়েছে। যারা অনলাইন-অফলাইনে বেশ তৎপর। এছাড়া ঢালিউডের সর্বশেষ ইয়ুথ আইকনও বলা যায় তাকে। সব মিলিয়ে দেখে-শুনে পা ফেললে অনেক দূর এগিয়ে যাবেন সিয়াম। আপাতত এইটুক বলাই যায়।

 


মন্তব্য করুন