পয়লা দর্শনে ধাক্কা দিলো ‘বিশ্বসুন্দরী’
চয়নিকা চৌধুরী প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’র ফার্স্টলুক বা পয়লা দর্শন প্রকাশ হয়েছে শুক্রবার সন্ধ্যায়। এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পরী মনি।
ফার্স্টলুকে দেখা যাচ্ছে, আনমনে দাঁড়িয়ে আছেন সিয়াম। তার পেছনে পরী মনি দাঁড়িয়ে আছেন উল্টোদিকের আয়না পারে। সেখানে নায়িকার দুঃখভরা মুখ! নামে ‘বিশ্বসুন্দরী’ হলেও তার আড়ালের অন্যরকম কাহিনী যেন বলছেন।হুট করে দেখে ধাক্কা খেতে হয়।
আকর্ষণীয় পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
সিয়াম-পরী ছাড়া এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।
স্বপ্নজালের পর দীর্ঘ বিরতি শেষে এটি পরীর কামব্যাক ছবি। অন্যদিকে ‘পোড়ামন ২’ এর পর দুটি অসফল ছবির পর নিজেকে নতুনভাবে মেলে ধরার সুযোগ পাচ্ছেন সিয়াম।