Select Page

সুরে সুরে এক ঝলক ‘স্ফুলিঙ্গ’ (ভিডিও)

সুরে সুরে এক ঝলক ‘স্ফুলিঙ্গ’ (ভিডিও)

প্রকাশ হলো তৌকীর আহমেদের নির্মাণাধীন ছবি ‘স্ফুলিঙ্গ’র ফার্স্ট লুক। একটি কনসার্টের দৃশ্য দিয়ে নিজের নতুন ছবির পরিচিতি জানালেন অভিনেতা-নির্মাতা।

৩৪ সেকেন্ডের এ ফার্স্ট লুকে দর্শক সারির মাঝে দেখা গেছে পরী মনিকে। যিনি ছবিতে দিবা চরিত্রে অভিনয় করছেন।

‘স্ফুলিঙ্গ’-এ দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। থাকছে একটি ব্যান্ডের কাহিনিও। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে। ছবির পরিচিতি অনুষ্ঠানে ডিসেম্বরে এ কথা জানান তৌকীর।

ইতিমধ্যে শেষ হয়েছে ছবির দৃশ্য ধারণ। মুক্তির কথা রয়েছে মার্চে।

‘স্ফুলিঙ্গ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরী মনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।

সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।


মন্তব্য করুন