Select Page

সেন্সরের কাঁচির নিচে দেশা দ্য লিডার

সেন্সরের কাঁচির নিচে দেশা দ্য লিডার

deshaদেশা দ্য লিডার ছবির কয়েকটি রাজনৈতিক সংলাপ নিয়ে আপত্তি করেছেন সেন্সরবোর্ডের সদস্যরা। ফলে সংলাপ সংশোধন করে পুনরায় সেন্সরবোর্ডে জমা দেয়া হয়েছে ছবিটি।

১২ ডিসেম্বরে ছবি মুক্তির লক্ষ্য নির্ধারন করে গত ২৬ নভেম্বর ছবিটি সেন্সরবোর্ডে জমা দেয়া হয়েছিল। কিন্তু  সেন্সর প্রদশর্নীর দীর্ঘসূত্রিতার কারণে ১২ ডিসেম্বর প্রথম দফায় ছবির মুক্তি পিছিয়ে যায়। এরপর জটিলতা কাটিয়ে গত ৮ ডিসেম্বর সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। কিন্তু বোর্ড সদস্যরা ছবিটির কয়েকটি  রাজনৈতিক সংলাপ নিয়ে আপত্তি তোলেন।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ ছবি হিসেবে মুক্তি পেতে পারে ‘দেশা- দ্য লিডার’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ছবিতে অভিনয় করেছেন শিপন, মাহি, তারিক আনাম খান প্রমুখ।


১ টি মন্তব্য

মন্তব্য করুন