Select Page

সেন্সরে ‘জোনাকির আলো’

সেন্সরে ‘জোনাকির আলো’

image_1546_370306.gifপরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর নতুন ছবির। নাম ‘জোনাকির আলো’। ছবিটি মঙ্গলবারে সেন্সরে জমা পড়েছে। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন, কল্যাণ ও বিদ্যা সিনহা মীম

তিনটি জীবনের প্রেমের চড়াই উতরাই নিয়ে ‘জোনাকির আলো’র গল্প এগিয়ে চলে। পাশাপাশি বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শিশুদের ওপর যে দর্শন তা-ও থাকছে। যাবতীয় কাজ সম্পন্ন করতে লেগেছে ১৫ মাস। এর মধ্যে এক মাস চার দিন ভারতের পুনের প্রাসাদ ল্যাবে শব্দ ব্যবস্থাপনা, ইংরেজি সাবটাইটেল, ডিজলভ ও নিখুঁত রঙ আনতে ব্যয় করেছেন তিনি।। রাঙামাটি, সেন্টমার্টিন, কুমিল্লা, টাঙ্গাইল জমিদার বাড়ি, সাভারের কিছু অংশে ছবিটির দৃশ্যধারণ হয়েছে।

ছবিটির সঙ্গীত পরিচালনায় হায়দার হোসেন, ইমন সাহা ও ইবরার টিপু। সেন্সর সনদ পেলেই এর গানের অ্যালবাম প্রকাশ হবে।

ছবিটি এ বছরের ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।


মন্তব্য করুন