Select Page

সেন্সরে ‘পোড়ামন’

সেন্সরে ‘পোড়ামন’

poramon-1জাকির হোসেন রাজুর ‘পোড়ামন‘ এখন সেন্সরবোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছে। বান্দরবানের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন প্রমুখ। বিশাল বাজেটের মানসম্মত ছবি নিয়ে পরিচালক রাজু তৃপ্তি বোধ করছেন বলে জানিয়েছেন। এই চলচ্চিত্রে অভিনয়ের ফলে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন অভিনেত্রী মাহি। আগামি ১৬ জুন ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে। পোড়ামন জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় চলচ্চিত্র।

সূত্র: দৈনিক প্রথম আলো


মন্তব্য করুন