Select Page

সেপ্টেম্বরে বৃহন্নলা

সেপ্টেম্বরে বৃহন্নলা

untitled-29_17347১৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনুদানের চলচ্চিত্র ‘বৃহন্নলা’। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি করেছেন ছবির পরিচালক মুরাদ পারভেজ। গ্রামীণ ও রাজনৈতিক অবস্থা নিয়ে তৈরি এই ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসসোহানা সাবা

গেল জুন মাসেই ছবিটিকে কোন কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এটি পরিচালক মুরাদ পারভেজের দ্বিতীয় ছবি। এর আগে তার পরিচালিত প্রথম ছবি ‘চন্দ্রগ্রহণ’ বেশ কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘বৃহন্নলা’ ছবিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আবদুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায়, কে এস ফিরোজ প্রমুখ।

ছবিতে গান রয়েছে ৪টি। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গেয়েছেন দেবলীনা সুর, কনা এবং ভারতের ঋতুরাজ সেন। গানের অডিও অ্যালবাম চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাজারে আসবে।


মন্তব্য করুন