Select Page

স্ক্রিপ্ট ডেভলপমেন্ট ফান্ড পেল নো ল্যান্ডস ম্যান

স্ক্রিপ্ট ডেভলপমেন্ট ফান্ড পেল নো ল্যান্ডস ম্যান

ফারুকিঅস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড (অ্যাপসা)-এর অষ্টম আসরে পুরস্কার পেলো মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবি ‘নোল্যান্ডস ম্যান’। ১১ই ডিসেম্বর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করার পাশাপাশি ঘোষণা করা হয় অ্যাপসা-এমপিএ বিজয়ীর নাম।পুরস্কার হিসেবে ফারুকী পেয়ছেন ২৫ হাজার মার্কিন ডলার। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফারুকীর পাশাপাশি ‘ফ্লাওয়ার’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন ইরানের বিখ্যাত পরিচালক জাফর পানাহী।

উল্লেখ্য, অ্যাপসা ও মোশন পিকচার্সের যৌথ উদ্যোগে প্রতি বছর চারটি নির্মাণাধীন, দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি প্রামাণ্যচিত্রকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পুরস্কার দেয়া হয়। ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টের একটি হলো ফারুকীর ‘নোল্যান্ডস ম্যান’।


মন্তব্য করুন