Select Page

স্ক্রিপ্ট পড়ে কেঁদে ফেলেছিলেন অপর্ণা

স্ক্রিপ্ট পড়ে কেঁদে ফেলেছিলেন অপর্ণা

Sutopar Thikana (5)আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে অতিসম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ অভিনীত চলচ্চিত্র সুতপার ঠিকানা। মা দিবস উপলক্ষে শুধু রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাবে এ চলচ্চিত্রটি। ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। সম্প্রতি তিনি জানিয়েছেন, স্ক্রিপ্ট পড়ার সময়ই তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন। 

অপর্ণা অভিনয় করেছেন কিশোরী থেকে বৃদ্ধা চরিত্রে। বাংলাদেশের নারী জীবন নিয়ে নির্মিত এ গল্প সম্পর্কে বাংলানিউজের সাথে এক সাক্ষাতকারে অপর্ণা বলেন, ‘স্ক্রিপ্টটা পড়ার পর কেঁদে ফেলেছিলাম। কারণ একটা নারীর গল্প তো! আমি দেখে এসেছি খালা ও নানীর জীবন। এটা যেন সেই চেনা গল্প। প্রতিটি নারীরই হয়তো এমন জীবন কাটাতে হয়। ছবিটিতে কাজের জন্য অনেক সময় দিয়েছি।’

ছবিটি উৎসর্গ করা হয়েছে দক্ষিণ এশিয়ার সব নারীকে। সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর।


মন্তব্য করুন