Select Page

সারাদেশে ৩ সিনেমা

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে তিন সিনেমা। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’, মকবুল হোসেন পরিচালিত ‘আয়না সুন্দরী’ ও প্রসূন রহমানেরসুতপার ঠিকানা’।

‘বোঝে না সে বোঝে না’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় নবাগত নায়ক আকাশ খানকে দেখা যাবে রোমান্টিক অ্যাকশন হিরো হিসেবে। আরো অভিনয় করেছেন আঁচল, অমিত হাসান, বিপাশা কবির, প্রবীর মিত্র, রেহানা জলি, বড়দা মিঠু, সুশান্ত ও ফকিরা।

এ দিকে ‘আয়না সুন্দরী’ সিনেমায় জুটি বেঁধেছেন আশিক চৌধুরী ও নবাগতা তানিয়া। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে।

Sutopar Thikana (1)

এ ছাড়া রাজধানী স্টার সিনোপ্লেক্সে মুক্তি পেয়েছে ‌‘সুতপার ঠিকানা’। সুতপা চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশন অভিনেত্রী অপর্ণা ঘোষ। আরো অভিনয় করেছেন অভিনয় করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, প্রসূন, মাহমুদুল ইসলাম মিঠু, নিবিড়, শাহাদাৎ ও সায়কা আহমেদ।


মন্তব্য করুন