Select Page

‘স্বপ্নবাজী’র পোস্টার বলছে রাফির নায়িকা জান্নাতুল পিয়া

‘স্বপ্নবাজী’র পোস্টার বলছে রাফির নায়িকা জান্নাতুল পিয়া

‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে বছর দুয়েক আগে প্রচ্ছদ কন্যা হন জান্নাতুল ফেরদৌস  পিয়া। সেই প্রচ্ছদ দেখা গেল রায়হান রাফির নতুন সিনেমা ‘স্বপ্নবাজী’র পোস্টারে। কাহিনিও শোবিজের- এমনটা ধারণা করা হচ্ছে। তবে কি ছবির নায়িকা পিয়া? ইতোমধ্যে এমন খবর দিয়েছে একটি সংবাদমাধ্যম।

সিনেমাটি প্রযোজনা করছে পি এইচ এন্টারটেইনমেন্ট। মূল গল্প তৈরি করেছেন সিনেমাটির প্রযোজক পিয়াল হোসাইন। চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ।

জানা গেছে, ‘স্বপ্নবাজী’ সিনেমাটি হবে বাংলাদেশের ফ্যাশন ও মডেল জগত নিয়ে। এছাড়া সিনেমাটিতে থাকছে চারটি গান। তবে সিনেমাটির নায়ক নায়িকা বা অন্য চরিত্রে কারা অভিনয় করছেন এমন তথ্য এখনই জানাতে রাজি নয় সিনেমটির পরিচালক।

শানিবার রাতে পরিচালক রায়হান রাফী আজকের পত্রিকা’কে জানিয়েছন, ‘আমাদের সিনেমটি নায়ক নায়িকা নির্ভর নয় গল্প নির্ভর।’ তবে আজকের পত্রিকা’কে এই সিনেমা সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে ‘স্বপ্নবাজী’ সিনেমার নায়ক সিয়াম আহমেদ আর নায়িকা জান্নাতুল ফেরদৌস পিয়া।

এমন তথ্যে পরিচালক কৌশলে এড়িয়ে গিয়ে জানিয়েছেন, আমারা এখনো ঠিক চূড়ান্ত করিনি করা অভিনয় করবেন। খুব দ্রুতই আমরা আপনাদেরকে জানাবো।’

এ বিষয়ে সিয়াম আহমেদেরও কোন সাড়া পাওয়া যায়নি।

পত্রিকাটির দাবি, ‘স্বপ্নবাজী’তে সিয়াম আহমদ ও জান্নাতুল ফেরদৌস পিয়ার অভিনয়ের ব্যাপারটি পরিচালক কৌশলে এড়িয়ে গেলেও একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন এই সিনেমায় সিয়াম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার অভিনয়ের ব্যাপারটি। জানা গেছে, চলতি মাসে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।


মন্তব্য করুন