Select Page

‘স্বপ্নের ঘর’ এক সপ্তাহ পর

‘স্বপ্নের ঘর’ এক সপ্তাহ পর

‘স্বপ্নের ঘর’ সিনেমার প্রধান চার চরিত্র

# এর আগে সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও পিছিয়ে যায়
# মূলত সেই সময় পর্যাপ্ত হল পায়নি ‘স্বপ্নের ঘর
# নির্মাতা তানিম রহমান অংশু বলেন, বাংলাদেশে যে ভালো ভৌতিক সিনেমা নির্মাণ হতে পারে- সিনেমাটি দেখার পর সবার এ বিশ্বাস জন্মাবে

ভৌতিক ঘরানার ছবি ‘স্বপ্নের ঘর’ ২১ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক তানিম রহমান অংশু। এর আগে ৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে পর্যাপ্ত সিনেমা হল না পাওয়ায় মুক্তি পেছাতে হন বাধ্য নির্মাতা।

এ প্রসঙ্গে সারাবাংলা ডটনেটকে অংশু বলেন, ‘এর আগে প্রেক্ষাগৃহ জটিলতার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারিনি। জটিলতা কাটিয়ে মুক্তি পাচ্ছে। এটা আমাদের টিমের জন্য আনন্দের খবর। বাংলাদেশে যে ভালো ভৌতিক সিনেমা নির্মাণ হতে পারে- সিনেমাটি দেখার পর সবার এ বিশ্বাস জন্মাবে।’

চলচ্চিত্র তারকা মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই বাড়িটিতে ঘটতে থাকে নানান ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। মূলত ব্ল্যাক ম্যাজিক বিষয়টিকে ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে।

‘স্বপ্নের ঘর’-এ অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান, কাজী নওশাবা সহ আরও অনেকে।


মন্তব্য করুন