Select Page

‘স্বপ্নের ঘর’ পিছিয়ে গেল

‘স্বপ্নের ঘর’ পিছিয়ে গেল

# নির্ধারিত তারিখে সিনেমা মুক্তি না দেওয়াই ঢালিউডে ধারা হয়ে গেছে
# ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে না ‘স্বপ্নের ঘর। তবে এ মাসেই জানিয়ে দেওয়া হবে নতুন তারিখ

নির্ধারিত তারিখে সিনেমা মুক্তি দিতে না পারাই যেন ঢালিউডে নতুন ট্রেন্ড হয়ে গেছে। একের পর এক ছবিকে এ জটিলতায় পড়তে দেখা যাবে। বোঝা যাচ্ছে, কতটা প্রতিবন্ধকতা ও পরিকল্পনাহীনতায় খাবি খাচ্ছে এ শিল্প।

এবার পিছিয়ে গেল ‘স্বপ্নের ঘর’। সিনেমাটি মুক্তির কথা ছিল আগামী শুক্রবার তথা ৯ নভেম্বর।

সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পাতায় এক ঘোষণায় বলা হয়- “অনিবার্য কারণবশত,তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে,সিনেমাটি আগামী ৯ ই নভেম্বর মুক্তি পাচ্ছে না।

আশা রাখছি সব কিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বর মাসেই আমরা আপনার পাশের প্রেক্ষাগৃহে হাজির হবো ‘স্বপ্নের ঘর’ সিনেমা নিয়ে,অতি দ্রুতই এই সিনেমাটির চুড়ান্ত মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘স্বপ্নের ঘর’ সিনেমাটির ট্রেলার,এই নিয়ে দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি, দর্শকদের এই ইতিবাচক সাড়ায় আমরা মুগ্ধ হয়েছি। আপনারা যেভাবে এই সিনেমাটির পাশে থেকেছেন তাতে আমরা বেশ পুলকিত পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমরা বিশ্বাস করি আপনাদের এই সহযোগিতায় আমাদের সামনের সকল বাধা অতিক্রম করে অতি শীঘ্রই আপনার কাছের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে পারবো।

আমাদের সাথেই থাকবেন,ধন্যবাদ।

বাংলা চলচ্চিত্রের জয় হউক।”

হরর ঘরানার সিনেমাটির আগের নাম ছিল ‘স্বপ্নবাড়ি’। যার প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, কাজী নওশাবা আহমেদ ও শিমুল খান। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও একটি গান অনলাইনে প্রকাশ হয়েছে।

এদিকে আজ সোমবার কক্সবাজারে শুরুর কথা রয়েছে তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘ফ্রি’র দৃশ্যায়ন।


মন্তব্য করুন