Select Page

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রোল নং ১৭’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রোল নং ১৭’

Short_Roll no 17বাবা মা’র ইচ্ছের কাছে সন্তানদের স্বপ্নের পরাজয় নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রোল নং ১৭’। মাহবুব আলম এর গল্পে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহতাব হোসেন। 

ছবিটির কাহিনি সম্পর্কে মাহতাব হোসেন বলেন, ‘রোল নং ১৭’ আমাদের সমাজেরই গল্প, যে সমাজে মায়েরা তাদের সন্তানের পড়াশুনা আর ভবিষ্যৎ নিয়ে সবসময় উদ্বিগ্ন আর এই জন্য তারা সবসময় তাদের সন্তানকে ক্লাসের ফার্স্টবয় হিসেবে গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেন। তাদের এই ইচ্ছের কাছে বন্দী হয়ে পরে তাদের সন্তানের স্বপ্ন।

ঢাকার বিভিন্ন লোকেশানে দৃশ্যায়িত হয়েছে শর্টফিল্ম ‘রোল নং ১৭’ এর ধারণ কাজ। ছবিটির স্ক্রিপ্ট করেছেনমাহতাব হোসেনআর ক্যামেরায় ছিলেন আবু সালেহ বাধন। চলচ্চিত্রটি খুব শীঘ্রই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিচালক।


মন্তব্য করুন