Select Page

নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাঁস’

নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাঁস’

Faashকয়েক বছর ধরে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে। যে কারনে কমছে শিক্ষার মান। পাশের সংখ্যা বাড়লেও বাড়ছে না সত্যিকারের মেধাবীর সংখ্যা। এমনই এক প্রেক্ষাপটকে তুলে ধরতে তরুণ নির্মাতা মাজহার মুন্না নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাঁস’।

নাকিব চৌধুরীর রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন – খোয়াজ রহিম সবুজ, জাকির হোসেন, জাহেদা বেগম মিমি, এবিএম আল আমিন, পিংকি রোজারিও রোজ, রাসেল আহমেদ, রুবি চৌধুরী, খয়রুল ইসলাম কামরুল, সোয়েব আহমেদ, নাজমুল হোসেন, ছাকিব শাওন, শেহজাদ আলিফ, মোহাইমিন চৌধুরী, নাসিম, টুকটুক রহিম এবং নাকিব চৌধুরী। সেলিনা চৌধুরী ‘র প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে পরিচালক জানান।

উল্লেখ্য এটি পরিচালকের দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘দৃষ্টির অগোচরে’ সমালোচকদের নজর কাড়েন।


মন্তব্য করুন