Select Page

হঠাৎ আলোচনায় অঞ্জু ঘোষ

হঠাৎ আলোচনায় অঞ্জু ঘোষ

দুই দশক ধরে কলকাতায় বসবাস করছেন ‘বেদের মেয়ে জোসনা’-খ্যাত অঞ্জু ঘোষ। এখনো তাকে নিয়ে ঢাকার দর্শকদের আগ্রহ রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি দুইবার সংবাদের শিরোনাম হয়েছেন।

বাংলানিউজ টোয়েন্টিফোর জানায়, ১ মার্চ কলকাতায় সল্টলেক রোডের বাসায় অঞ্জুর সঙ্গে দেখা করেন নির্মাতা সাইদুর রহমান সাইদ। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক পলাশ। এ প্রসঙ্গে ১০ মার্চ দুপুরে পলাশ বলেন, ‘অঞ্জু ম্যাডামের সল্টলেক রোডের বাসাটা খুব সুন্দর আর পরিপাটি। দেখে মনে হলো না যে, তিনি কষ্টে আছেন। তিনি ভালো আছেন। সাইদ স্যারকে পেয়ে ম্যাডাম যেন পুরো বাংলাদেশকে কাছে পেয়েছিলেন! এমনই আতিথেয়তা দেখেছি তার।’

পলাশ জানান, জন্মভূমির জন্য প্রায়ই মন খারাপ করেন অঞ্জু ঘোষ। অভিমান করে দেশ ছেড়েছিলেন। সেই অভিমান নিয়েই নিঃসঙ্গ জীবন-যাপন করছেন। এ ছাড়া তার আর কোনো আক্ষেপ নেই। তবে চলচ্চিত্রের সোনালি দিনগুলির কথা মনে পড়ে তার। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ হোক, এমনটাও চান না আলোচিত এই অভিনেত্রী। খুব ঘনিষ্ঠজন না হলে কারো সঙ্গে সাক্ষাৎ করেন না অঞ্জু ঘোষ।

এ দিকে মানবজমিনকে তিনি জানান,  অচিরেই অভিনয় এবং প্রযোজনায় ফিরছেন। এ কারণে মিডিয়ার সবার সহযোগিতা কামনা করছেন। দেশের কিছু মিডিয়া মাস কয়েক আগে তাকে নিয়ে কিছু ভুল সংবাদ পরিবেশন করে। যেসব সংবাদে দেয়া হয়েছে তার বিয়ে এবং গোপনে ঢাকায় ঘুরে যাওয়ার তথ্য যা মোটেও সত্য নয় বলে জানিয়েছেন অঞ্জু।

তিনি বলেন, ‘আমি যেদিন বাংলাদেশে আসবো সেদিন সারা বাংলাদেশের লোকজন জানবে। সেখানে লুকোনোর কোনো কারণ নেই।’


Leave a reply