Select Page

হঠাৎ বৃষ্টির পরে : পরিচালক জয়, অভিনয়ে পূর্ণিমা-ফেরদৌস

হঠাৎ বৃষ্টির পরে : পরিচালক জয়, অভিনয়ে পূর্ণিমা-ফেরদৌস

সিনে জগতের সেলিব্রিটি দম্পতিকে নিয়ে গল্প। হঠাৎ করে নায়িকা ক্যান্সারে আক্রান্ত হলে তাদের সম্পর্কে নতুন মোড় নেয়। জীবন নিয়ে নতুন উপলব্ধি জাগ্রত হয় তাদের মাঝে।

ঈদুল ফিতরের টিভি শো ‘সেলিব্রিটি ক্যাফে’তে ফেরদৌসপূর্ণিমাকে এই গল্প শুনিয়ে নতুন সিনেমার প্রস্তাব দেন শাহরিয়ার নাজিম জয়।

দুই তারকা গল্প নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও চূড়ান্ত মতামত জানাননি।

পূর্ণিমার জন্মদিন ছিল বুধবার। এ উপলক্ষে আবারো নতুন করে বিষয়টি আলোচনায় এলো।

সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘হঠাৎ বৃষ্টির পরে’। শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

ইতোমধ্যে বেশ কয়েকবার পূর্ণিমার সিনেমায় কামব্যাকের খবর প্রকাশ হয় গণমাধ্যমে। বেশ কয়েকটি সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন। মাঝে ‘ভবঘুরে’ নামের একটি ছবিতে যুক্ত হলেও বিদেশি লোকেশনের জটিলতায় ভেস্তে যায়।

এবার দেখার বিষয় ‘হঠাৎ বৃষ্টির পরে’ নিয়ে কী ঘটে!

নতুন ছবিটি হতে যাচ্ছে জয়ের চতুর্থ সিনেমা। প্রথম সিনেমা ‘প্রার্থনা’ মুক্তি পেয়েছে বেশ আগে। মুক্তির অপেক্ষায় আছে ‘অর্পিতা’। শুটিং চলছে ‘পাপ কাহিনি’র।


মন্তব্য করুন