Select Page

হাউজফুল যাচ্ছে ‘আয়নাবাজি’

হাউজফুল যাচ্ছে ‘আয়নাবাজি’

aynabaji

সর্বশেষবার শাকিব খান অভিনীত ‘শিকারি’ সিনেমায় হলে হাউজফুল বোর্ড ঝুলতে দেখেছে দর্শকরা। তারা ভাবেননি এত দ্রুত আবারো হাউজফুল বোর্ড দেখতে পাবেন।আয়নাবাজি‘র ক্ষেত্রে তাই হচ্ছে। শুক্রবার মুক্তি পাওয়ার পর স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, বলাকা ও ব্লকবাস্টারে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। পাশাপাশি ঢাকার বাইরে হলগুলোতে ভিন্নধর্মী অন্য সিনেমার চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। মূলত সোশ্যাল মিডিয়ার প্রচারণা সিনেমাটিকে তরুণ দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে।

২০টির মত হলে মুক্তি পাওয়া আয়নাবাজির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা।


মন্তব্য করুন