Select Page

হাউসফুল শো দিয়ে অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’

হাউসফুল শো দিয়ে অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’

বঙ্গজ ফিল্মসের আয়োজনে আজ শুক্রবার (৭ জুলাই) সিডনির তিনটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। এরপর ধীরে ধীরে অস্ট্রেলিয়ার সবগুলো রাজ্য ও টেরিটোরিয়াল শহরে সিনেমাটি মুক্তি দেয়া হবে। আর নিউজিল্যান্ডে সিনেমাটি মুক্তি পাবে ৩০ জুলাই।

সেখানকার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর সিনেমা হলে সাপ্তাহিক ছুটির দিনে ‘সুড়ঙ্গ’ দেখানো হবে। ইতিমধ্যে প্রথম দুই সপ্তাহে ৩৭টি প্রদর্শনীর টিকিট ছাড়া হয়েছে, যার মধ্যে ১২টির টিকিট বিক্রি হয়ে গেছে। মুক্তির আগেই এখন পর্যন্ত দুই হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে; অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়া কোনো বাংলা সিনেমার জন্য যা এই প্রথম।

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রবাসী দর্শকেরাও ‘সুড়ঙ্গ’–এর টিকিট কাটছেন। গত শনিবার পরিচালক রায়হান রাফী জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই একযোগে যুক্তরাষ্ট্রের সব কটি শহরে মুক্তি পাবে এই ছবি।

সিনেমা হলের পাশাপাশি সিডনির ক্যাম্পবেলটাউন আর্টস সেন্টারেও ‘সুড়ঙ্গ’-এর চারটি প্রদর্শনী হবে ৯ জুলাই সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই ভেন্যুতে প্রথম বাংলা সিনেমা হিসেবে দেখানো হবে ‘সুড়ঙ্গ’।


Leave a reply