Select Page

‘হাওয়া’র জন্য মেঘদলের গান

‘হাওয়া’র জন্য মেঘদলের গান

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’ গান সারাদেশের মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যেই এলো আরও একটি গান ‘এ হাওয়া’। এটি তৈরি করেছে ব্যান্ড মেঘদল। ‘হাওয়া’ ছবিকে ডেডিকেট করে তাদের এ আয়োজন।

১৯ জুলাই রাতে এটি মেঘদল তাদের ইউটিউব ও ফেসবুকে পেজে প্রকাশ করেছে। যেখানে পাওয়া গেল হাওয়ার ট্রলার ও নায়িকা নাজিফা তুষি, নায়ক শরিফুল রাজসহ আরও বেশ কয়েকজনকে।

ছবিটির পরিচালক মেজবাউর রহমান সুমন মেঘদলের গায়ক। সিনেমার আবহ সংগীত করেছেন দলটির সদস্য রাশিদ শরীফ শোয়েব।

মেজবাউর রহমান সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘হাওয়া’ চলচ্চিত্র ও ‘এ হাওয়া’ গানটি তৈরির সময়কাল একই। টানা দুই-তিন বছর ধরে ছবির কাজ যখন হয়েছে, তখনই গানের সৃষ্টি। তাই আমরা সিনেমাটিকে উৎসর্গ করে মিউজিক ভিডিও প্রকাশ করলাম।’’

ভিডিওটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ট্রলারের দু’একটি দৃশ্য থাকলেও আমরা আলাদা একটি নৌকা নিয়ে মিউজিক ভিডিওটি করেছি। অনেক দেশেই সিনেমাকে উৎসর্গ করে গান তৈরি করে। এটিও তেমন। গানটি ছবিতে থাকছে না।’

গানটি লিখেছেন ও গেয়েছেন মেজবাউর রহমান সুমন ও শিবু কুমার শীল।

‌‘হাওয়া’র নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। দেশ ছাড়াও বিদেশে ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।


Leave a reply