Select Page

হিন্দি ছবির বিরুদ্ধে হাইকোর্টের রুল

হিন্দি ছবির বিরুদ্ধে হাইকোর্টের রুল

12029_e5ইনউইন এন্টারপ্রাইজ কর্তৃক আমদানি করা ভারতীয় হিন্দি ছবির প্রদর্শন বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট। এতে চলচ্চিত্র সংশ্লিস্টরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন (নং-১৫২৫ ২০১০) করা হয়েছিল। সমিতির পক্ষে এডভোকেট মো. এনামুল হক মোল্লাহ এ রিট পিটিশন করেন।

১৭ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেন এ মর্মে রুল জারি করেন, ভারত থেকে আমদানি করা ‘বদলি’, ‘সংগ্রাম’, ‘জোর’, ‘শোরে’, ‘দিলওয়ালে দুল হানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছকুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘থ্রি ইডিয়টস’, ‘ওয়ান্টেড’, এবং ‘তারে জামিন পার’ ছবিগুলো বাংলাদেশের কোন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না।

এ বিষয়ে রিট পিটিশনকারী শহীদুল ইসলাম খোকন মানবজমিনকে বলেন, ইনউইন এন্টারপ্রাইজ কর্তৃক বেআইনিভাবে আমদানি করা উপমহাদেশীয় ভাষার ছবি আমদানি ২০১০ সালের ১৪ই জুন পুনঃনিষিদ্ধ করা হয়; কিন্তু ইনউইন এন্টারপ্রাইজ ছবিগুলো আমদানি করার জন্য এলসি খোলেন ২০১২ সালের ২৬শে জুন এবং আমদানি করেন ৩০শে জুনে। বেআইনিভাবে আমদানি করা ছবিগুলো যাতে প্রদর্শিত হতে না পারে তার জন্য আমরা আদালতের আশ্রয় নিই। আদালত আমাদের পক্ষে রায় দেয়ায় আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ।


মন্তব্য করুন