Select Page

হেলাল খান গ্রেপ্তার

হেলাল খান গ্রেপ্তার

Helal-Khan-arrestহাছন রাজা খ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক হেলাল খানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে পুরান ঢাকার জনসন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

হেলাল খানের বিরুদ্ধে টেলিকম ব্যবসায় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকলেও জাসাস নেতা হেলাল খানের বিরুদ্ধে চলমান নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হতে পারে। হেলাল খান বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা।

হাফিজ উদ্দিন পরিচালিত ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় হেলাল খানের। এরপর ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘জুয়াড়ি’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’সহ অর্ধশতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার প্রযোজিত ছবির মধ্যে বাজিগর, সাগরিকা ও হাছন রাজা অন্যতম। হাছন রাজা চলচ্চিত্রটি ২০০২ সালে সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে পুরস্কার পায়। তবে তিনি পুরস্কার পেয়েছেন একই বছর ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares