Select Page

১৫ আগস্ট নিয়ে দুই চলচ্চিত্র: একটি পরিচালনায় সেলিম খান, অন্যটির চিত্রনাট্য শেখ সেলিমের

১৫ আগস্ট নিয়ে দুই চলচ্চিত্র: একটি পরিচালনায় সেলিম খান, অন্যটির চিত্রনাট্য শেখ সেলিমের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে বেশ কিছু সিনেমা নির্মিত হচ্ছে। এর মধ্যে দুটির খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে। একটি নির্মাণ অনেকদূর এগিয়ে গেছে। এটি করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। অন্যটির চিত্রনাট্য লিখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এ নিয়ে সম্প্রতি আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউন

১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকারতম ঘটনাটিকে ঘিরে বেশ গোপনে তৈরি হচ্ছে সেলিম খান প্রযোজিত ও পরিচালিত ‘১৯৭৫—অ্যান আনটোল্ড স্টোরি’।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনীত সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন ‘আয়নাবাজি’-খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। খন্দকার মোশতাক হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম ও জাতীয় চার নেতার একজন হিসেবে আছেন তৌকীর আহমেদ।

মূলত নির্মাতা শামীম আহমেদ রনীর সমন্বয়ে ১০ দিন ধরে চলছে এর কাজ। ছবির কাজ চলছে বিএফডিসিতে। পরিচালক সেলিম খান এখন আছেন চাঁদপুরে। ছবিটি নিয়ে গোপনীয়তা প্রসঙ্গে বলেন, ‘৭৫ খুবই স্পর্শকাতর বিষয়। চাইছিলাম, সেন্সর পাওয়ার পর সবাইকে জানাতে। আরেকটি বিষয়, ছবিতে আমি পরিচালক হিসেবে আছি। রনী এর উপদেষ্টা।’

চরিত্রগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘৭৫ সালের ভয়াল ১৫ আগস্টের পরদিন থেকে ছবির গল্প শুরু হবে। তাই এতে বঙ্গবন্ধু বা উনার পরিবারের কোনও চরিত্র থাকছে না। তবে এতে বেইমান খন্দকার মোশতাক ও জাতীয় চার নেতার মতো ঐতিহাসিক চরিত্রগুলো থাকবে। বেবী ম্যাডামের চেহারার সঙ্গে নাবিলার বেশ মিল আছে। তাই আমরা তাকে এই চরিত্রের জন্য পছন্দ করেছি।’

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এরইমধ্যে ইমন সাহার সুর-সংগীতে ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।

অন্যদিকে নাম প্রকাশ না হওয়া একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

অভিনেত্রী নিপুণ আক্তারের প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে এই ইতিহাসনির্ভর ছবিটি নির্মিত হচ্ছে। তবে এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নাকি ওয়েব ফিল্ম, সে বিষয়ে এখনও স্পষ্ট করতে নারাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। এতে তিনি নিজে অভিনয় করছেন কিনা সে বিষয়টিও স্পষ্ট করতে চাইছেন না এখনই। বলছেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানাবো।’

নিপুণ আক্তার বলেন, ‘সত্যি বলতে ১৫ আগস্ট আমাদের জন্য একটা ইতিহাস হলেও সেলিম আঙ্কেলদের জন্য এটি খুবই স্পর্শকাতর বিষয়। এই দিনটিকে নিয়ে তিনি বা বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরাও সচরাচর কথা বলতে চান না। সেজন্যই এই কাজটি নিয়ে আমি আগাম তেমন কিছু বলতে চাই না। তবে এটুকু বলছি, আমি সেলিম আঙ্কেলকে বুঝিয়ে এই কাজটি করার চেষ্টা করছি। তিনি এরমধ্যে লেখা শুরু করেছেন। ইনফ্যাক্ট গত একটা বছর আমরা এটা নিয়ে নিরলস কাজ করছি। আমরা চাই, ইতিহাসের এই অন্ধকারতম ঘটনাটি ভিজ্যুয়াল হোক।’

শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির ছোট ভাই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।


মন্তব্য করুন