Select Page

১৫ দিনে সারাদেশে ২২ সিনেমা

১৫ দিনে সারাদেশে ২২ সিনেমা

common gender

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’। চলবে ২৪শে ডিসেম্বর পর্যন্ত। ১৫ দিনের এ উৎসবে প্রদর্শিত হবে ২২টি সিনেমা।

এবারের উৎসবের স্লোগান ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’। বৃহস্পতির সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

১৫ দিনের এ আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এবং সকল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে একই ধরনের চলচ্চিত্র প্রদর্শনী হবে।

উৎসবের উদ্বোধনী দিনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকী, মসিহউদ্দিন শাকের এবং মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। এরপর সন্ধ্যা ৭টায় থাকছে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’।

উৎসবের সূচির মধ্যে রয়েছে ১১ই ডিসেম্বর অ্যাডাম দৌলার ‘বৈষম্য’ (সকাল ১০টা), আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’ (বিকাল ৪টা), জহির রায়হানের ‘কাঁচের দেয়াল’ (সন্ধ্যা ৬টা), ১২ই ডিসেম্বর মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলীর ‘সূর্যদীঘল বাড়ি’ (বিকাল ৪টা), প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’ (সন্ধ্যা ৬টা), ১৩ই ডিসেম্বর গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’, ঠিকানা’ (সন্ধ্যা ৬টা), ১৪ই ডিসেম্বর বাদল রহমানের ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ (সন্ধ্যা ৬টা), ১৫ই ডিসেম্বর হারুনুর রশীদের ‘মেঘের অনেক রং’ (সন্ধ্যা ৬টা)।

১৬ই ডিসেম্বর বিজয় দিবসে মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ (বিকাল ৪টা), নাসিরউদ্দীন ইউসুফের ‘গেরিলা’ (সন্ধ্যা ৬টা), ১৭ই ডিসেম্বর সুভাষ দত্তের ‘সুতরাং’ (সন্ধ্যা ৬টা), ১৮ই ডিসেম্বর নোমান রবিনের ‘কমন জেন্ডার’ (সকাল ১০টা), তারেক মাসুদের ‘রানওয়ে’ (বিকাল ৪টা), মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ (সন্ধ্যা ৬টা)।

১৯শে ডিসেম্বর আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’ (বিকাল ৪টা), আকরাম খানের ‘ঘাসফুল’ (সন্ধ্যা ৬টা), ২০শে ডিসেম্বর সাইদুল আনাম টুটুলের ‘আধিয়ার’ (সন্ধ্যা ৬টা), ২১শে ডিসেম্বর তানভীর মোকাম্মেলের ‘লালন’ (সন্ধ্যা ৬টা), ২২শে ডিসেম্বর সৈয়দ সালাহউদ্দীন জাকীর ‘ঘুড্ডি’ (সন্ধ্যা ৬টা), ২৩শে ডিসেম্বর আবদুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ’ (সন্ধ্যা ৬টা) ও ২৪শে ডিসেম্বর গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ (সন্ধ্যা ৬টা)।


মন্তব্য করুন