Select Page

১৬ হলে ‘ইতি, তোমারই ঢাকা’, দেখুন পুরো তালিকা

১৬ হলে ‘ইতি, তোমারই ঢাকা’, দেখুন পুরো তালিকা

প্রায় ২৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর শুক্রবার বাংলাদেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’।গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়। এর এক বছর পর এলো দেশের পর্দায়।

ইতি তোমারই ঢাকা’ ঢাকার মধ্যে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা, মধুমিতা, শ্যামলী ও যমুনা ব্লকবাস্টার।

ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন(চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), মনিহার (যশোর), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), মম ইন (বগুড়া), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর) এবং বনলতা (ফরিদপুর)।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।


মন্তব্য করুন