Select Page

২০টি হলে ‘গুণিন’, ‘শিমু’র ৭

২০টি হলে ‘গুণিন’, ‘শিমু’র ৭

১১ মার্চ তিনটি ছবি মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেছে নাসিরা জাহান অনন্যার ‘অগ্নিবীণা’। এ দিন পর্দায় আসছে দুই আলোচিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ও রুবাইয়াত হোসেনের ‘শিমু’।

হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মাণ করেছেন সেলিম। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, পরীমনি, শরিফুল রাজ, ইরেশ যাকের প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল হিসেবে নির্মিত হয়েছে। মুক্তি পাবে ২০টি প্রেক্ষাগৃহে।

ঢাকায় স্টার সিনেপ্লেক্সের ৪ শাখা, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, চিত্রামহল, শ্যামলী, আনন্দ, বি জি বি ও গীত। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন ও সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), রূপকথা (পাবনা), সঙ্গীতা ও লিবার্টি (খুলনা), মডার্ন (দিনাজপুর), চাঁদমহল (কাঁচপুর) এবং সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।

রুবাইয়াত হোসেনের ‘শিমু’তে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শাহানা গোস্বামী, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। ২০১৯ সালে টরন্টোতে প্রথম ছবিটি প্রদর্শিত হয়েছিল ‘মেড ইন বাংলাদেশ’ নামে। পরে লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিদেশে বাণিজ্যিকভাবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা করেছে খনা টকিজ।

ছবিটি ঢাকায় দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের ৪ শাখায় ও ব্লকবাস্টার সিনেমাসে। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) ও চন্দ্রিমা (শ্রীপুর, সাভার)।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares