২০২৪ সালে আলোচনায় থাকবে যে সিনেমাগুলো
প্রতি বছরের শুরুতে সম্ভাব্য সিনেমাগুলোর তালিকা প্রকাশ করি আমরা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একই সিনেমা বছরের পর বছর তালিকায় থাকে। বাংলাদেশে খুব কম সিনেমায় মুক্তির নির্দিষ্ট সময় অনুসরণ করে। সম্ভবত একই ঘটনা ঘটতে যাচ্ছে ২০২৪ সালেও। এই যেমন ফেব্রুয়ারিতে শাকিব খানের ‘দরদ’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন অনন্য মামুন, কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহেও সে সিনেমার শুটিং শেষ হয়েছে কিনা স্পষ্ট নয়। তবে শাকিব খানের দুই ঈদের সিনেমা অঙ্গীকার রাখতে পারবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দু-একটি ছাড়া বেশির ভাগ সিনেমা নিয়ে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তারপরও সম্ভাব্য তালিকায় আকর্ষণীয় কিছু টাইটেল পাওয়া যাচ্ছে।
কোলাজ: ওমর, এষা মার্ডার, তুফান ও নূর
এর সঙ্গে মনে রাখতে হবে, ভারতীয় সিনেমা বর্তমানে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তবে শাহরুখ খান অভিনীত সিনেমা ছাড়া অন্যগুলো লাভজনক হয়নি এখনো পর্যন্ত। আর চলতি বছরে এ নায়কের নতুন কোনো ছবি নেই।
গত বছর দেশী ৫১টি সিনেমা মুক্তি পেয়েছিল, শেষ দিকে রাজনৈতিক কারণে বড় কোনো তারকার ছবি আসেনি। তবে, অনুদানের নিম্নমানের ও রদ্দি মার্কা ছবি মুক্তি পায় এ সময়। ধারণা করা যায়, রাজনৈতিক অবস্থা অনুকূলে থাকলে ২০২৪ সালে সিনেমা মুক্তি বাড়তে পারে।
গত বছর ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পেলেও ততটা সাড়া পাননি শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু সেই তুলনায় দুর্বল নির্মাণ ‘প্রিয়তমা’ দিয়ে বছরটা নিজের করে নিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতা চলতি বছর বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে। শুরুতে উল্লেখিত ‘দরদ’ ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। বিপরীতে আছেন হিন্দি সিনেমার নায়িকা সোনাল চৌহান। চলতি বছরে আরো দুটি সিনেমায় থাকছেন শাকিব। হিমেল আশরাফের বিলম্বিত নির্মাণ ‘রাজকুমার’ মুক্তি পাবে ঈদুল ফিতরে, বিপরীতে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ প্রযোজনা করছে বাংলাদেশের আলফা আই ও চরকি, সঙ্গে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এটি মুক্তি পাবে ঈদুল আজহায়। এছাড়া টিভি নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম ঠিক না হওয়া সিনেমায়ও দেখা যাবে শাকিবকে। এ সিনেমা নিয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়া ‘অন্তরাত্মা’ ও ‘আগুন’ নামের দুটি ছবি ঝুলে আছে অনেকদিন। সব মিলিয়ে হাইপ অনুযায়ী ২০২৪ সালে শাকিব খান দারুণ স্টারডম উপভোগ করেন, যদি নির্মাতারা যথাযথভাবে তাকে ব্যবহার করেন।
গত বছর দুটি ছবি মুক্তি পেয়েছেন আরিফিন শুভর। এর মধ্যে বছর শেষে ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণ হিসেবে ততটা প্রশংসিত না হলেও মন্দের ভালো হিসেবে ছিল এ নায়কের পর্দায় শেখ মুজিবুর রহমান হয়ে উঠার চেষ্টা। এ বছর তাকে দেখা যেতে পারে রায়হান রাফী পরিচালিত ‘নূর’। বেশ আগে কাজ শেষ হয়েছে দাবি করা হলেও সিনেমাটি এতদিন কেন মুক্তি পায়নি স্পষ্ট নয়। রাফী কয়েক মাস আগে ভালোবাসা দিবসের কথা বললেও আপাতত তেমন প্রচার নেই। এ ছবির নায়িকা ঐশী। এছাড়া মিঠু খানের ‘নীলচক্র’ ও অনুদানে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ রয়েছে পাইপলাইনে।
২০২২ সালে গুণিন, হাওয়া ও দামাল দিয়ে ভালো সময় পার করেছেন শরিফুল রাজ। সে তুলনায় ম্রিয়মান ছিল ২০২৩ সালে। শুধু ওটিটি প্লাটফর্মে ছিল উপস্থিত। তবে এ বছর জ্বলে উঠতে পারেন রাজ। ফেব্রুয়ারিতে ‘কাজলরেখা’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন গিয়াস উদ্দিন সেলিম। তবে চূড়ান্ত তারিখ জানতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ছবিতে আছেন মিথিলা ও মন্দিরা চক্রবর্তী। শুরু হয়েছে প্রচারণাও। প্রচারণায় আরো আছে মিশুক মনির ‘দেয়ালের দেশ’, এখানে রাজের বিপরীজে আছে শবনম বুবলি। গত বছরের অক্টোবরে ছবিটির মুক্তির কথা থাকলেও পরে স্থগিত হয়। এছাড়া বছরের শেষ দিকে ফার্স্টলুক প্রকাশ করে জানান দিয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’। রোজার ঈদের মুক্তি পেতে পারে এ সিনেমা। বর্তমানে হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় ইধিকা পালের সঙ্গে অভিনয় করছেন রাজ। সিনেমাটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি।
বছর শেষে আলোচিত খবর ছিল, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর, বিপরীতে আছেন মাহফুজ আহমেদ। তবে এর আগে থ্রিলারধর্মী ‘রঙ্গনা’ করবেন তিনি, পরিচালক আরাফাত হোসাইন। তবে সিনেমা দুটির নির্মাণকাল বা মুক্তি স্পষ্ট নয়।
শাবনূরের অভিনয়ে ফেরা কিছুটা চমক তৈরি করলেও চলতি বছরে অভিনেত্রীরা তেমন আলোচনায় নেই। জয়া আহসান অভিনীত নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ মুক্তি পেতে পারে। তবে সিনেমাটি প্রায় আধা যুগ ধরে নিয়মিত খবরে রয়েছে। জয়ার প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ও মুক্তির অপেক্ষায় আছে। ‘জয়া ও শারমিন’ নামের আরেকটি ছবি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। শেষ দুটি ছবির সঙ্গে নায়িকা প্রতিষ্ঠান সি তে সিনেমা যুক্ত।
সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। ‘রেহানা মরিয়ম নূর’-এর পর এটিই অভিনেত্রীর নতুন ছবি। এ ছবি রোজার ঈদে মুক্তি পাবে। শুটিংও এগিয়ে গেছে অনেকে। বিদ্যা সিনহা মিম অভিনীত ও ওয়াহিদ তারেক পরিচালিত অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ মুক্তি পেতে পারে। পূজা চেরির বেশকটি ছবি মুক্তি পারে। এর মাঝে আদর আজাদের বিপরীতে করছেন ‘নাকফুল’, ‘লিপস্টিক’ ও ‘দরদিয়া’। আছে ‘মাসুদ রানা’ শিরোনামের সিনেমা। এছাড়া একাধিক সিনেমায় থাকতে পারেন বুবলি।
মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তবে কোনোটির মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
খবরে নেই সিয়াম আহমেদ। গত বছর দীপংকর দীপনের দুই সিনেমা ব্যর্থ হওয়ায় এ অভিনেতার ক্যারিয়ারে প্রভাব পড়ে। গত বছর ‘সুড়ঙ্গ’ দিয়ে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন আফরান নিশো। এরপর আবরার আতাহার ও রায়হান রাফীর সিনেমায় তার অভিনয়ের খবর শোনা গিয়েছিল। পরে আর এ দুই প্রজেক্টের খবর পাওয়া যায়নি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় অপারেশন জ্যাকপট অবলম্বনে একই নামের ছবি পরিচালনার করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজিব বিশ্বাস। ছবিটির প্রধান চরিত্রে থাকবেন অনন্ত জলিল। আরো আছেন রিয়াজ আহমেদ, নিরব হোসেন, সাইমন সাদিক, আব্দুন নূর সজল, মামনুন হাসান ইমন, জিয়াউল রোশান এবং জয় চৌধুরী। নারী শিল্পীদের প্রায় সবাই কলকাতার। নির্মাতা ও অভিনেতা মিলিয়ে এ সিনেমা এখনো পর্যন্ত হাস্যরসের বিষয় হয়ে আছে। চলতি বছরই ‘অপারেশন জ্যাকপট’ মুক্তি পেতে পারে।
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নতুন ছবি ‘নেত্রী দ্য লিডার’ চলতি বছর যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে। পরিচালনা করছেন ভারতের দক্ষিণী নির্মাতা উপেন্দ্র মাধব।
মারিও পুজোর ‘গডফাদার’ অবলম্বনে ‘সাম্রাজ্য’ নামের সিনেমা নির্মাণ করবেন খিজির হায়াত খান। ছবিটির এখনো শুটিং শুরু না হওয়ায় ২০২৪ সালে মুক্তি নাও পেতে পারে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমাটি গত বছরই মুক্তির কথা ছিল। কিন্তু পরে স্থগিত হয়। ছবিটির প্রধান দুই চরিত্রে আছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। ‘শ্যামা কাব্য’ও বছরের প্রথম ভাগেই মুক্তি পাওয়ার কথা। নাসির উদ্দিন খান অভিনীত ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘বলী’, ফেরদৌসী মজুমদার অভিনীত ‘আগন্তুক’ এ বছর মুক্তির কথা শোনা যাচ্ছে। আসতে পারে অমিতাভ রেজার অতিবিলম্বিত ‘রিকশা গার্ল’ও। এছাড়া রোশানের রিভেঞ্জ, ডেড বডি, জামদানি, নিরবের স্পর্শ, ছায়াবৃক্ষ, কয়লা ও সাইমনের শেষ বাজি মুক্তির কথা আছে।