Select Page

২০ বছর পর মুক্তি পাচ্ছে অনুদানের ছবি

২০ বছর পর মুক্তি পাচ্ছে অনুদানের ছবি


১৯৯৬-৯৭ সালে সরকারি অনুদান পায় মাসুম আজিজের ‘সনাতন গল্প’। সেই বছর থেকেই শুটিং শুরু করেন তিনি। কিন্তু মাঝখানে নানা বাধা-বিপত্তির কারণে নিয়মিত শুটিং করতে পারেননি। এর মধ্যে ছবির অন্যতম শিল্পী রওশন জামিল মারা যান। ফলে তাঁর অংশের শুটিং নিয়েও পড়েন বিপাকে। অবশেষে ২০ বছর পর ছবিটির শুটিং সম্পন্ন করেছেন আজিজ। আসছে পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার কথাও ভাবছেন।

মাসুম আজিজ বলেন, ‘মাত্র ১৫ লাখ টাকা অনুদান পেয়েছিলাম। এই সামান্য টাকা দিয়ে ছবির কাজ শেষ করাটা খুব কঠিন ছিল। অবশেষে ধারদেনা করে শুটিং শেষ করলাম। ছবির গল্প ১৯৬৮ সালের। একটি হিন্দু পরিবারে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে গল্প। চেষ্টা করেছি ওই সময় ও প্রেক্ষাপট তুলে আনার। পর্দায় দর্শকদের কেমন লাগবে সেটাই এখন দেখার বিষয়। ’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন