Select Page

২৭ মার্চ ববির অ্যাকশন জেসমিন

২৭ মার্চ ববির অ্যাকশন জেসমিন

Bobbyগত বছর ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল ববি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আই ডোন্ট কেয়ার। ছবিটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠার পর ববির অভিনীত আর কোন ছবি মুক্তি পায়নি। আগামী মার্চে ববি আবার আসছেন বড়পর্দায়, এবার আসছেন অ্যাকশন জেসমিন নিয়ে।

‘অ্যাকশন জেসমিন’ ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন

সম্প্রতি ‘অ্যাকশন জেসমিন’ ছবির একটি আইটেম হান অনলাইনে প্রকাশ করা হয়েছে। ‘পান-জর্দা-চমন’ শিরোনামের গানটি জনপ্রিয়তা অর্জন করেছে। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ।

সূত্র: বাংলামেইল


মন্তব্য করুন