Select Page

২ অক্টোবর শিল্পকলায় ১৩ চলচ্চিত্র

২ অক্টোবর শিল্পকলায় ১৩ চলচ্চিত্র

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য,পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। পবিত্র ঈদ উল আযহা’র কারণে সেপ্টেম্বর মাসের প্রদর্শনী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রদর্শিত হচ্ছে। অক্টোবর মাসের প্রদর্শনী যথারীতি মাসের শেষ শুক্রবারেই প্রদর্শিত হবে।

unnamed

সেপ্টেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত হয়েছে ১১টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, ১টি প্রামাণ্য ও ১টি এনিমেটেড কাহিনীচিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আগামী ২ অক্টোবর ২০১৫, শুক্রবার।

প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্র

বিকাল ৩:৩০টায় ৬টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘অনিরুদ্ধ আলো’ নির্মাতা সাইফ রাসেল, ‘ক্রাইসিস’ নির্মাতা আবু নাসের, ‘মেমোরিস’ নির্মাতা ফরহাদ উদ্দিন মাসুম, ‘ইচ্ছের নৌকা’ নির্মাতা শৈল্পিক হুমায়ুন, ‘বিওয়ার’ নির্মাতা মাহামুদ হায়াৎ অর্পন এবং ‘সি ইউর ফেস ইন দ্য মিরর’ নির্মাতা নোমান রবিন।

উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো নূন্যতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেয়া হয়।

 


মন্তব্য করুন